ইস্তফা ---- দ্বৈপায়ন দত্ত

 

।।ইস্তফা।।

---- দ্বৈপায়ন দত্ত

সবাই ভালো করেই জানে

ইস্তফা তো তোমার কথার কথা

লাখ লাখ মিথ্যার আর একটা মিথ্যা!

শুধু তোমার শোনার আকুতি

না না, চাই চাই, তোমাকে চাই!  

কিন্তু দেখো, সময়ের কী পরিহাস

তোমার সমস্ত কুকর্মের সঙ্গী

গুটিকয়েক পারিষদ আর স্তাবক ছাড়া

আজ আর তা বলার একজনও নেই

আর পুলিশ-প্রশাসন?  

কবে সে কার?

যে যখন ক্ষমতায় আসে সে তখন তার

শাসক পদত্যাগ চাইছে মানে, ভয় পেয়েছে!    

যারা ভয়ে কিংবা পেটের দায়ে রাজস্তুতিকার

তারা আজ তাই মুখ খুলছে,

কবিতাও লিখছে  

এই তো তাদের সময় কবিতা লেখার  

আমিও লিখছি প্রশ্নও করছি

শাসক তুমি আর কতকাল আর কত ভাবে

মিথ্যার জাল বুনে যাবে?

কথায় কথায় পদত্যাগের মিথ্যা ধমক দেবে?

তুমি তো ভালো করেই জানো  

যাদের কাছে তুমি পদত্যাগের ধমক দিচ্ছ

তারা তো কবেই তোমাকে ত্যাগ করেছে  

সরকারি নানা জনমোহিনী প্রকল্পের ছুতোয়  

প্রকাশ্যে তাদের ঘুষ দিতে গিয়ে

শীর্ণ সরকারি খাজানা আরও শীর্ণ হয়েছে;     

তবুও তাদের সমর্থন নেই

তোমার পদের পিছে।

কেনোনা, সবাই ভালো করেই জানে  

ঘুষের কোনো নৈতিক দায়বদ্ধতা হয় না;

আর চিরকাল তা দিয়ে   

মিথ্যাচার অত্যাচার অনাচার ঢেকে রাখা যায় না  

বারেবারে তাই তাদের ইচ্ছে

তোমাকে লুট করতে হচ্ছে;

ভোটের বাজারে 

গণতন্ত্রের গাঁড় মেরে

নানা ঘৃণ্যতম রক্তাক্ত কায়দায়!

আর এখন যখন সেসব ভোঁতা হতে বসেছে 

এখন বলছ পদত্যাগ করতে চাই!   

পদত্যাগ কর বা না কর

আজ না হয় কাল পদ তোমার যাবেই!     

                   ------ ১৪-০৯-২০২৪


Comments

Popular posts from this blog

Unchecked avarice and abuse of power push Sundarban fishers to the brink

অনিয়ন্ত্রিত লোভ ও ক্ষমতার অপব্যবহারে কোণঠাসা সুন্দরবনের মৎস্যজীবীরা ------- মিলন দাস

আজ আমি শুধু তোমাদের মেয়ে ---- দ্বৈপায়ন দত্ত