ইস্তফা ---- দ্বৈপায়ন দত্ত
।।ইস্তফা।।
---- দ্বৈপায়ন দত্ত
সবাই ভালো করেই জানে —
ইস্তফা তো তোমার কথার কথা
লাখ লাখ মিথ্যার এ আর একটা মিথ্যা!
এ শুধু তোমার শোনার আকুতি —
না না, চাই চাই,
তোমাকে চাই!
কিন্তু দেখো, সময়ের কী পরিহাস —
তোমার সমস্ত কুকর্মের সঙ্গী
গুটিকয়েক পারিষদ আর স্তাবক ছাড়া
আজ আর তা বলার একজনও নেই।
আর পুলিশ-প্রশাসন?
কবে সে কার?
যে যখন ক্ষমতায় আসে সে তখন তার।
শাসক পদত্যাগ চাইছে — মানে, ভয় পেয়েছে!
যারা ভয়ে কিংবা পেটের দায়ে রাজস্তুতিকার —
তারা আজ তাই মুখ খুলছে,
কবিতাও লিখছে।
এই তো তাদের সময় কবিতা লেখার।
আমিও লিখছি। প্রশ্নও করছি —
শাসক তুমি আর কতকাল আর কত ভাবে
মিথ্যার জাল বুনে যাবে?
কথায় কথায় পদত্যাগের মিথ্যা ধমক দেবে?
তুমি তো ভালো করেই জানো —
যাদের কাছে তুমি পদত্যাগের ধমক দিচ্ছ
তারা তো কবেই তোমাকে ত্যাগ করেছে।
সরকারি নানা জনমোহিনী প্রকল্পের ছুতোয়
প্রকাশ্যে তাদের ঘুষ দিতে গিয়ে
শীর্ণ সরকারি খাজানা আরও শীর্ণ হয়েছে;
তবুও তাদের সমর্থন নেই
তোমার পদের পিছে।
কেনোনা,
সবাই ভালো করেই জানে —
ঘুষের কোনো নৈতিক দায়বদ্ধতা হয় না;
আর চিরকাল তা দিয়ে
মিথ্যাচার অত্যাচার অনাচার ঢেকে রাখা যায় না।
বারেবারে তাই ‘তাদের ইচ্ছে’
তোমাকে লুট করতে হচ্ছে;
ভোটের বাজারে
গণতন্ত্রের গাঁড় মেরে
নানা ঘৃণ্যতম রক্তাক্ত কায়দায়!
আর এখন যখন সেসব ভোঁতা হতে বসেছে
এখন বলছ — পদত্যাগ করতে চাই!
পদত্যাগ কর — বা না কর —
আজ — না হয় কাল — পদ তোমার যাবেই!
------ ১৪-০৯-২০২৪।
Comments
Post a Comment