খাঁচায় বন্দী পাখি ------ দ্বৈপায়ন দত্ত। তাং- ২৫-১২-২০২৩।
।।
খাঁচায় বন্দী পাখি ।।
------ দ্বৈপায়ন দত্ত। তাং- ২৫-১২-২০২৩।
আমি একটি পাখি দেখেছিলেম
সাঁঝের বেলায় না ফিরতে পারা একটি পাখি।
কথায় কথায় জানলেম —
সে ছিল খাচায় বন্দী একটি পাখি —
খাঁচার ফোকর দিয়ে
সারাটা বেলা থাকত সে আকাশ পানে চেয়ে।
কথায় কথায় বললেম — এলে কেমন করে খাঁচার বাইরে?
সে বললে — সে অনেক কথা!
একদিন একটা পাগলা হাওয়া খাঁচায় এলো
ধেয়ে —
অমনি শিউরে উঠলেম। বললেম —
আমি ডানা মেলে আকাশ ছুঁতে চাওয়া এক পাখি —
কিন্তু তুমি কে?
উত্তর এলো — আমি আকাশ
ছোঁয়া এক পাখি,
তোমায় নিতে এসেছি, তুমি যাবে?
আমি বললেম — না না না,
আমি তোমার সাথে যেতে পারবো না।
কিন্তু সে পাখিটি ভীষণ নাছোড়বান্দা
থেকে থেকে ডেকেই গেলে
আমার কোনো বারণ শুনলে না।
তারপর?
তারপর আর কী?
তারপর একদিন সে ইচ্ছে করেই ডাকলে না।
মনে হোল যেনো কোনো এক সর্বগ্রাসী আঁধার
ঘিরে ফেলেছে আমার খাঁচার চারিধার!
এক অজানা আশঙ্কায় আমি কেঁদে আকুল হলেম
—
ও আকাশ ছোঁয়া পাখি
আমি যাবো আমি বাইরে যাবো
তুমি আমাকে নিয়ে যাও!
আমার ডাকে একদিন সে আসে —
তার ডাঙায় ডানা ছুঁয়ে উড়ে গেলেম আকাশে।
সহসা তাকে থামালেম।
সে এক গাল হেসে বললে — থামালে যে?
বললেম — ভারি হিংসে হচ্ছে!
আহা, আমি যদি সেই পাখিটি হতেম,
তোমার ডানায় ডানা ছুঁয়ে
আকাশ ছুঁয়ে নিতেম!
সে একটা দীর্ঘশ্বাস ফেলে বললে — ওঃ এই কথা!
জানো কি, ডানায় ডানা ছুঁয়ে আকাশ ছুঁতে চাইলে
সইতে হয় কতো ব্যথা?
একদিন সইতে না পেরে পিঞ্জরকে বললেম —
আমি বড় হয়েছি
আইন অনুযায়ী তুমি আমাকে আটকে রাখতে পারো না।
পিঞ্জর ভীষণ আহত হল —
তার কঠোর কঠিন বিনিতারের দেওয়াল
এক লহমায় খসে পড়ল।
নিজেকে সে পালটে নিলো আড়ালে অশ্রু ফেলি।
কিন্তু, জন্ম থেকে তার সঙ্গে যে বাঁধন
সেই প্রাণের বাঁধন কেমন করে আমি ভুলি?
আমার কচি পায়
মাটির সামান্য আঁচড় যে লাগতে দিতো না
তাণ্ডবে সারাটা বাড়ি করতো মাথায় —
যার চওড়া বুকটার উপর উপুড় হয়ে
আমার শৈশবের সমস্ত রাত কেটে গেছে শুয়ে শুয়ে —
আজ যেনো আমি বলে তার কেউ নেই।
নেই বুকে কাঁপন ধরানো গম্ভীর স্বর —
কোথায় গিয়েছিলি — কেন এতো দেরি?
বলতে পারো, এ উপেক্ষা আমি কেমন করে সই!
সারাক্ষণ বুকটা হু
হু করে একটা ডাকের জন্য —
যাস কোথায়? থাকিস কোথায়?
আয় পাখি বুকে আয়!
তার এই নিদারুণ আকুলতায়
ভোরের পাখিরা জেগে উঠল তাদের বাসায়।
সে চলে গেলো ডানা মেলে বাতাসে ভাসি।
তাকে বলা হোল না — যাও পাখি যাও,
তুমি খাঁচায় ফিরে যাও;
এই মুক্ত আকাশ মুক্ত বাতাস
তুমি খাঁচায় খুঁজে নাও।
বলা হোল না — পাখি, আমি তোমায় ভালোবাসি।
========0 ========
Comments
Post a Comment