আজ আমি শুধু তোমাদের মেয়ে ---- দ্বৈপায়ন দত্ত
।। আজ আমি শুধু তোমাদের মেয়ে ।।
---- দ্বৈপায়ন দত্ত
আমাকে যতবার ওরা ছিন্ন করেছে
তার চেয়েও অনেক বেশি বার
আমি চিৎকার করেছি।
কিন্তু কেউ কি শুনেছে সে চিৎকার?
শোনেনি।
কেনোনা, তার জন্য যে ছিদ্রটুকুর দরকার ছিল
সেটুকুও যে ওরা রাখেনি।
তবুও আমার যখন দম আটকে আসছিল
আমি প্রাণপণ চেষ্টা করেছি বলতে —
তোমরা ওদের চিনে নিও
ওরা আমাকে পুড়িয়েছে সেই নগর শ্রীলঙ্কায়
জীবন্ত কবর দিয়েছে নগর অযোধ্যায়
বিবস্ত্র.করেছে আমায় নগর হস্তিনায়।
সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে
শাসক সেদিনও চুপ ছিল —
আজও বিন্দাস!
গোপনে সুচারুভাবে পোড়ানর চিহ্ন মোছে।
কালান্তরে বদলেছে শুধু পোড়ানর কৌশলটা
ঠিক শেষ পর্যন্ত যতটা জঘন্য হওয়া যায়
ঠিক ততটা।
আর তাতেই আমি নিদারুণভাবে পুড়ে
তোমাদের হৃদয়কে পুড়িয়ে গেলাম।
তোমরাও নিজেদের পুড়িও
যাতে আমার মতো আর কাউকে
পুড়তে না হয় কখনো।
যে সীমাহীন যন্ত্রণা আমি পেয়েছি
তা আজ তুচ্ছ মনে হয় যখন দেখি —
কোটি কোটি বন্ধু বাবা মা বোন ভাই
আমার একরাশ যন্ত্রণা নিজেদের বুকে নিয়ে
অলিগলি রাজপথে পুড়ছে,
গলা ফাটিয়ে চিৎকার করছে,
লড়ছে ভীষণ লড়াই।
খেপে উঠেছে আজ সারাটা বঙ্গ —
অত্যাচারীর রক্ত চাই
চাই শাসকের ঊরুভঙ্গ।
সারা গায়ের খুবলানো দগদগে ঘায়ে
একটু স্বস্তি লাগে —
আজ আমি আর মৌ নেই
আজ আমি শুধু তোমাদের মেয়ে।
তাং ০১-০৯-২০২৪। হস্তিনাপুর।
Comments
Post a Comment