আমার কী কাজ? --- দ্বৈপায়ন দত্ত। তাং- ২৯-০৯-২০২২।

।। আমার কী কাজ?।।

--- দ্বৈপায়ন দত্ত। তাং- ২৯-০৯-২০২২।  

তোমরা পৃথিবীর বোঝা বোইতে বোইতে 

দিনশেষে ঘুমোতে পারো নিদারুণ ক্লান্তিতে।  

আমাকে ক্লান্ত হতে নেই,

ঘুমোতেও নেই ,  

তোমাদের সাথে আমার তফাত শুধু এইটুকুতেই।   

 

তোমরা যখন উৎসবের আনন্দে মেতে,  

আমি তখন আনন্দ-ভঙ্গকারীদের জন্য ফাঁদ পেতে।  

তোমরা যখন গভীর নিশীথে ঘোর ঘুমে,  

আমি তখন জেগে রই ---   

তোমাদের সুন্দর সকালের আহ্বানে।

 

তোমরা যখন প্রেয়সীর গভীর আলিঙ্গনে,  

আমি তখন দুয়ারে পথে প্রান্তরে অতন্দ্র প্রহরায়

কেন জানো? 

কেউ যেন তোমাদের প্রেম-ভালোবাসায়

কিঞ্চিৎ বিঘ্ন না হানে।

 

তোমরা যখন হন্যে হয়ে খোঁজো সবার আহার

মন্থন করি মরো

মাঠ হাট দিগন্ত বিস্তৃত উত্তাল পাথার,  

আমি তখন অনুসন্ধান করি,

তোমাদের এই হন্যে হয়ে খোঁজার দায় কার?

 

তোমরা যখন বিতাড়িত হয়ে খোঁজো নতুন আশ্রয়

আমি তখন তোমাদের কানেকানে শোনাই --- 

ঘুরে দাঁড়াও  ঘুরে দাঁড়াও --- আর পিছিও না,  

এ ধরণীর কোল অন্তহীন নয় ---  

একদিন ফুরোবেই। 

 

আমার কী কাজ? এ প্রশ্ন তোমাদের সহস্র চোখে

তবে শোনো বলি, 

কেড়েছে যারা তোমাদের আত্মমর্যাদা আহার বাসা  

তাদের বিরুদ্ধে যে বারুদ জ্বলছে তোমাদের বুকে 

তাতে ফুলকি দিতে আমার এ ধরায় আসা।

=========০============ 

Comments

Popular posts from this blog

Unchecked avarice and abuse of power push Sundarban fishers to the brink

অনিয়ন্ত্রিত লোভ ও ক্ষমতার অপব্যবহারে কোণঠাসা সুন্দরবনের মৎস্যজীবীরা ------- মিলন দাস

আজ আমি শুধু তোমাদের মেয়ে ---- দ্বৈপায়ন দত্ত