।। অনন্যা ।। ----- দ্বৈপায়ন দত্ত। তাং ২২-০২-২০২৫।
।। অনন্যা ।। ----- দ্বৈপায়ন দত্ত। তাং ২২-০২-২০২৫। ফেব্রুয়ারি মাসটা বসন্তের আগমনের মাস। গাছে গাছে ফুল আসে — মনে মনে আসে প্রেম। অনন্যা, মনে পড়ে — সাতই ফেব্রুয়ারিটা? তুমি ফোনের পর ফোন — অতিষ্ঠ করে তুলেছিলে — কখন ফিরছি আমি। সে দিনটা রোজ ডে ছিল — মানে, গোলাপ দিবস — গোলাপ দেবার দিন। কিন্তু আমরা তা জানতামই না। তাই আমাদের হাতে গোলাপ ছিল না। ছিল — শুধু ভালোবাসায় ভরা দুটি ভীষণ আবেগি মন। সেদিন আমরা গোলাপ নয় — একে অন্যকে ভীষণভাবে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ ঠোঁটে ঠোঁট রেখে — মন দেওয়া নেওয়া করেছিলাম। রোজ ডে-টা সেদিন কাকতালীয়ভাবে আমাদের জীবনকে ছুঁয়ে গেলো। তারপর এলো উনিশে ফেব্রুয়ারি। বলা নেই কওয়া নেই সাঁঝের বেলায় আচমকা হাজির। আমার কাছে সেদিনটা একটা ভীষণ সারপ্রাইজ ছিল বটে! জীবনের সেরা সারপ্রাইজ! আযোনি ওষ্ঠ গভীর চুমুর মাঝে আমরা সেদিন কনফেস করেছিলাম — প্রথম দেখাতেই আমরা একে অন্যের প্রেমে পড়েছিলাম পঁচ...