Posts

Showing posts from December, 2024

ভালোবাসি ---- দ্বৈপায়ন দত্ত। ০২-০৬-১৯৯৯

  ।। ভালোবাসি ।। ---- দ্বৈপায়ন দত্ত।     ভালোবাসি —   তাই রক্ত দিয়ে পত্র লিখেছিলাম। তারপর তোমার দম বন্ধ করা নীরবতায়    ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এত মুখ শুকনো করে থাকার কী আছে?   বলে, একদিন হটাত করে নীরবতা ভাঙলে।   আমায় ভালো বাসলে।     ভালোবাসি — তাই তোমাকে নিয়ে উড়েছি পাখীর মতো রাঙা চোখগুলোকে ফাঁকি দিয়ে হেথাহোথা —    গিয়েছি একটা স্বপ্নের দেশ থেকে আর একটা স্বপ্নের দেশ যেথা।   পথি মধ্যে নিয়েছি মেখে তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া।     ভালোবাসি — তাই লেখাপড়া? বইয়ের সঙ্গে আড়ি!    সারাক্ষণ মনে হয় তোমায় দেখি —    কখন যে তোমার সময় হবে পাখনা মেলে থাকি। আর পত্র দিলে?  বারে বারে খুলে খুলে পড়ি।     ভালোবাসি — তাই কাঁটাতারের ওপারে ফিরে গেলাম না।   অথচ, আমি এখানে থাকতে আসিনি —    আমার শৈশব কৈশোর সব যে ওখানে —     ওপারটা ভীষণ সুন্দর!   কিন্তু ভেবে দেখলাম, তোমার মুখ খানাবা কম কীসের?   তাই রোয়েই গেলাম তোমার টানে।   ভালোবাসি — তাই সেবার যখন মা বাসায় এলেন, ...